কেন্দুয়ায় সরকারি প্রাথমিক শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, মে ২৬, ২০২৫ কোহিনূর আলম।। সারা দেশের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সাথে একাত্ম ঘোষণা করে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি পালনে দেখা গেছে মিশ্রপ্রতিক্রিয়া । সোমবার (২৬ মে) দুপুরে একাধিক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক ও শিক্ষক নেতাদের সাথে যোগাযোগ করলে, ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এর ব্যানারে এ কর্মসূচি পালন করেছেন বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক অনেক শিক্ষক । তবে অনেকে দৃশ্যমান কোন কর্মসূচি পালন না করলেও মৌন সমর্থন জানিয়েছেন, অনেকে আবার পালন করেন নি এবং কোথাও পালিত হয়ে থাকলে তা বিচ্ছিন্ন ঘটনা বা কর্মসূচি বলেও দাবি করেছেন । তবে একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের যৌক্তিক দাবি আদায়ে পূর্ণ কর্মবিরতি পালন করেছেন বলে জানা গেছে সোস্যাল মিডিয়া ও বিশ্বস্ত সূত্রে । তাদের মূল ৩টি দাবি হলো – সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১ গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি দেয়ার দাবি । এর আগে ধাপে ধাপে কর্মবিরতি পালন করেছিলেন শিক্ষকরা । গত ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত ১ ঘণ্টা, ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত ২ ঘণ্টা এবং ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করে, শেষপর্যায়ে আজ থেকে তারা পূর্ণ দিবস কর্মবিরতিতে গেছেন । কর্মসূচি পালনকারী একজন সহকারী শিক্ষক বলেন, কোমলমতি শিক্ষার্থীদের উপর যাতে কোন প্রভাব না পড়ে সে বিষয়টি মাথায় রেখে এ কর্মসূচি পালন করেছি । অন্য একজন সহকারী শিক্ষক বলেন, আজ দৃশ্যমান কোন কর্মসূচি না থাকলেও পরবর্তীতে দৃশ্যমান হতে পারে । এ কর্মসূচিতে পূর্ণ সমর্থন আছে । নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক নেতা ও প্রধান শিক্ষক বলেন, আমার প্রতিষ্ঠানে দৃশ্যমান কিছু ছিলো না । তবে সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবি সমর্থন করি । অন্য একজন শিক্ষক নেতা ও প্রধান শিক্ষক জানান, এটা সহকারী শিক্ষকদের সাথে সংশ্লিষ্ট । তবে আমার প্রতিষ্ঠানে এমন কর্মসূচি পালিত হয় নি । তিনি আরো বলেন, বিচ্ছিন্নভাবে হয়তো অনেকে পালন করেছেন । SHARES সারা বাংলা বিষয়: