লোকপ্রশাসন বিভাগ কর্তৃক পিএডিএফ-সিইউ ইন্টারভার্স ১.০ আয়োজিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, মে ২৭, ২০২৫ তানভিন কায়েস।। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের বিতর্ক সংগঠন পিএডিএফ-সিইউ (পাবলিক এডমিনিস্ট্রেশন ডিবেট ফেডারেশন) ‘পিএডিএফ-সিইউ ইন্টারভার্স ১.০-ইন্টার ডিপার্টমেন্ট ডিবেট কম্পিটিশন’ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে ২৪ টি টিম। দুইদিন ব্যাপী চলমান এই বিতর্ক উৎসবে মোট ৬ রাউন্ড বিতর্ক এর মধ্য দিয়ে ফাইনালে বিজয় লাভ করেছে অর্থনীতি বিভাগ এবং রানার-আপ হয়েছে পরিসংখ্যান বিভাগ। উল্লেখ্য, বিজয়ী দলের সদস্যরা হলেন, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইলহাম সারার, রামিশা চৌধুরী ও নাফিজ ইমতিয়াজ। বিজেতা দলের সদস্যরা হলেন, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী রিদওয়ান আহমেদ সিয়াম, অংকিতা চক্রবর্তী ও জোবায়ের সরকার। এছাড়া ডিবেটর অফ দ্যা টুর্নামেন্ট হয়েছেন, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাতুল শেখ এবং ডিবেটর অফ দ্যা ফাইনাল হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ইমতিয়াজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইয়াহিয়া আক্তার, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দীন , লোকপ্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর মমতাজ উদ্দিন, লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. সোনিয়া হক, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মাহবুবুর রহমান, আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, কোষাধ্যক্ষ নূর হোসেন নিজামী, প্রচার সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন পিএডিএফ- সিইউ এর সভাপতি মেহেরুন্নেসা খানম। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য জনাব ড. মোহাম্মদ ইয়াহিয়া আক্তার বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশে বিতর্কের ভূমিকা অনস্বীকার্য। তিনি তার বক্তব্যে আয়োজকদের ধন্যবাদ দিয়ে এই ধরণের অনুষ্ঠান আরো আয়োজন করতে উৎসাহিত করেন। এছাড়াও লোকপ্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর মমতাজ উদ্দিন তার বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিতর্ক সহ অন্যান্য সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশ নিতে উদ্বুদ্ধ করেন। ইন্টারভার্স ১.০ তে পৃষ্ঠপোষকতায় ছিলো যমুনা অয়েল কোম্পানি, পেন্টা গ্লোবাল লিমিটেড, ব্রিজ কেমি লিমিটেড। স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ছিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাব্লিক এডমিনিস্ট্রেশন এলামনাই এসোসিয়েশন, এডুকেশন পার্টনার হিসেবে ছিলো ফ্যালকন প্রফেশনাল একাডেমি। লজিস্টিকস পার্টনার হিসেবে ছিলো উত্তরণ ক্যারিয়ার এন্ড স্কিলস একাডেমি। ফুড পার্টনার হিসেবে ছিলো ফুড এন্ড রিসার্চ এবং ব্রেভারেজ পার্টনার হিসেবে মুসকান ড্রিংকিং ওয়াটার। SHARES সারা বাংলা বিষয়: