দীর্ঘ ছুটির পর ফুলেল শুভেচ্ছায় মুখরিত এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৫

শেখ ফরিদ আহমেদ ।।

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিরে শিক্ষার্থীরা পেলেন এক হৃদয়গ্রাহী অভ্যর্থনা। ছুটির পরে প্রথম কর্মদিবসেই বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের বরণ করা হয় ফুলেল শুভেচ্ছায়—যা সৃষ্টি করে এক আবেগঘন পরিবেশ।
আজ ২৪ জুন মঙ্গলবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুব মুন্সীর নেতৃত্বে শিক্ষকবৃন্দ প্রত্যেক শিক্ষার্থীকে হাতে তুলে দেন একটি করে ফুল। বিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে শ্রেণিকক্ষ পর্যন্ত প্রতিটি কোণ মুখরিত হয়ে ওঠে শিশুদের হাসি, আনন্দ আর উচ্ছ্বাসে। শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকদের আলিঙ্গন করে চোখের কোণে ধরে রাখা আনন্দাশ্রুতে প্রকাশ করে কৃতজ্ঞতা।
শুধু শিক্ষার্থীরাই নয়, অনেক অভিভাবকও উপস্থিত ছিলেন এই ব্যতিক্রমী আয়োজনে। তাঁরা বলেন, এমন উদ্যোগ শিশুদের মানসিক বিকাশে সহায়ক এবং বিদ্যালয়কে করে তোলে ভালোবাসার এক নিবিড় আশ্রয়স্থল।
প্রধান শিক্ষক মাহামুব মুন্সী বলেন,
“শিক্ষার্থীদের স্কুলমুখী করতে এবং দীর্ঘ ছুটির পর পুনরায় ক্লাসে মনোযোগ ফিরিয়ে আনতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। বিদ্যালয় যেন শিশুদের জন্য একটি আপন ঠিকানা হয়ে ওঠে, সেটিই আমাদের লক্ষ্য।”
শিক্ষার্থীদের উচ্ছ্বাস, শিক্ষকদের ভালোবাসা এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজন পরিণত হয় এক হৃদয় ছোঁয়া মিলনমেলায়। এই মানবিক আয়োজন নিঃসন্দেহে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির অনন্য উদাহরণ, যা দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও অনুকরণীয় হতে পারে।