স্কুলে খাবার পাবে নাসিরনগর উপজেলার প্রাথমিকের শিক্ষার্থীরা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৫ আশিকুর রহমান চৌধুরী পনি ।। দেশের প্রাথমিক শিক্ষায় শিশুদের উপস্থিতি ও মনোযোগ বাড়াতে নতুন করে চালু হতে যাচ্ছে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’। ২০২৫ শিক্ষাবর্ষ থেকে দেশের ৬২ জেলার ১৫০টি নির্বাচিত উপজেলার মধ্যে নাসিরনগর উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এই কর্মসূচি চালুর প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও কর্মকর্তাদের হালনাগাদ তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (২২ জুন) প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ হারুন-অর-রশীদের সই করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। যা বাস্তাবায়ন হলে স্কুলে খাবার পাবে নাসিরনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা। এই কর্মসূচির অন্যতম লক্ষ্য হচ্ছে স্কুল চলাকালে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিসমৃদ্ধ ফর্টিফাইড বিস্কুট, ইউএইটটি মিল্ক, বনরুটি, সিদ্ধ ডিম, কলা ও স্থানীয় মৌসুমি ফল প্রদান করা। সপ্তাহের রোববারে বনরুটি ও সিদ্ধ ডিম, সোমবার বনরুটি ও ইউএইচটি দুধ, মঙ্গলবার বনরুটি ও সিদ্ধ ডিম, বুধবার ফর্টিফাইড বিস্কুট ও কলা বা স্থানীয় মৌসুমি ফল এবং বৃহস্পতিবার বনরুটি ও সিদ্ধ ডিম প্রদান করা হবে। এই বিষয় নাসিরনগর উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইসহাক মিঞা জানান, স্কুল ফিডিং কর্মসূচি চালুর ফলে দরিদ্র ও সুবিধাবঞ্চিত এলাকার শিশুরা সবচেয়ে বেশি উপকৃত হবে এবং প্রাথমিক শিক্ষায় শিশুদের উপস্থিতি ও শিক্ষায় মনোযোগ বাড়াবে। শিশুরা অপুষ্টির ঝুঁকি থেকে কিছুটা মুক্ত থাকবে এবং অভিভাবকদের মধ্যে বিদ্যালয়ে সন্তান পাঠানোর আগ্রহও বাড়ে। SHARES শিক্ষা-সেবা বিষয়: