আলোচিত স্কুলছাত্রী আনজুম হত্যা ঘাতক জুনেলের দৃষ্টান্তমূলক ফাঁসির দাবিতে মৌলভীবাজারে উত্তাল জনতা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৫ এস.এম. আবু রায়হান।। কুলাউড়ার শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্রী নাফিসা জান্নাত আনজুম হত্যাকাণ্ডের প্রতিবাদে মৌলভীবাজার জেলাজুড়ে নেমে এসেছে শোক ও ক্ষোভের ঢেউ হৃদয়বিদারক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আনজুমের সহপাঠী শিক্ষক সচেতন নাগরিক ও যুব সমাজ মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সড়ক অবরোধের কর্মসূচি পালন করেছে। তাদের একমাত্র দাবি নৃশংস এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ঘাতক জুনেল মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি যা যেন হয় মৃত্যুদণ্ড সোমবার ২৩ জুন দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব ও জেলা আদালত প্রাঙ্গণে কয়েকশ মানুষ জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে শিক্ষার্থী, তরুণ প্রজন্ম, সাধারণ মানুষসহ সামাজিক ও রাজনৈতিক নেতারা যোগ দেন। বিক্ষুব্ধ জনতা আদালত চত্বরের সামনের সড়ক অবরোধ করে ঘাতক জুনেলের দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি ড. আব্দুল মতিন চৌধুরী, কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, এপিপি অ্যাডভোকেট নিয়ামুল হক, সাংবাদিক মু. ইমাদ উদ-দীন, রাজনীতিবিদ মাহমুদ খান আখতার, ইউপি সদস্য ছয়ফুল ইসলাম ও লুৎফুর রহমান, ব্যবসায়ী আবুল কালাম বাচ্চু, ছাত্র প্রতিনিধি কাজী মুনজের, শিক্ষক খালেদ আহমদ ও তাজুল ইসলাম, সমাজকর্মী ইহাম মুজাহিদ এবং নিহত আনজুমের পিতা আব্দুল খালিক ও ভাই আফিফ ইসলাম রাদিন। এছাড়া বক্তব্য রাখেন শিক্ষার্থী সাইদুর রহমান লিমন, সৈয়দা রেহানা আক্তার, সামিয়া আক্তারসহ অনেকে বক্তারা বলেন, শুধু কুলাউড়া নয় পুরো মৌলভীবাজার জুড়ে আজ একটি প্রশ্ন এই মেধাবী কিশোরী কেন অকালে চলে গেল কেন এই নির্মমতা আমরা আর কোনো আনজুমকে হারাতে চাই না এই জঘন্য হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে ঘাতক জুনেল যাতে কোনো প্রকার আইনি ফাঁকফোকর দিয়ে ছাড়া না পায়, সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে তাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে ফাঁসি দিতে হবে। অন্যথায় জনগণ কঠোর কর্মসূচির পথে হাঁটতে বাধ্য হবে এসময় মৌলভীবাজারের পিপি ড. আব্দুল মতিন চৌধুরী বলেন আনজুম হত্যাকাণ্ডের মামলা পরিচালনার সম্পূর্ণ দায়ভার আমি নিচ্ছি এই মামলায় কোনো রাজনৈতিক বা প্রশাসনিক হস্তক্ষেপ সহ্য করা হবে না আমরা আইনের মাধ্যমে এই ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করব মানববন্ধন শেষে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয় যাতে মামলার দ্রুত বিচার এবং ঘাতকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয় স্মারকলিপির অনুলিপি পাঠানো হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা, পুলিশের মহাপরিদর্শক, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং কুলাউড়া থানার অফিসার ইনচার্জের নিকট উল্লেখ্য, গত ১২ জুন সকাল ৭টার দিকে নাফিসা জান্নাত আনজুম পাশ্ববর্তী সিংগুর গ্রামে প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ হয় আনজুম কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামের আব্দুল খালিকের কন্যা এবং শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির শিক্ষার্থী। তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় দুইদিন পর, ১৪ জুন বিকাল সাড়ে ৫টার দিকে আনজুমের ভাই ও মামা বাড়ির পাশের একটি ছড়ার পাড়ে দুর্গন্ধ পেয়ে সেখানে খোঁজ করতে গিয়ে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেন পুলিশি তদন্তে উঠে আসে আনজুমকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয় এবং হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল দাউদপুর গ্রামের জাহির মিয়ার ছেলে জুনেল মিয়া এ ঘটনায় আনজুমের মা নাছিমা আক্তার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে জাতীয় দৈনিক পত্রিকা, টেলিভিশন ও অনলাইন পোর্টালগুলোতে সংবাদটি গুরুত্ব সহকারে প্রকাশিত হয় দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এই বর্বর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন জনগণের এই সোচ্চার অবস্থান ও দাবির মুখে প্রশাসন ও বিচার বিভাগের প্রতি আস্থা রাখলেও সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ রয়েছে এই নৃশংস ঘটনা ধামাচাপা দেওয়ার কোনো অপচেষ্টা যেন না হয়। মামলার আগামী তারিখে ঘাতক জুনেলের রিমান্ড মঞ্জুর করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে সংশ্লিষ্ট মহলের প্রতি SHARES মানববন্ধন বিষয়: