কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞার প্রতিবাদে গুরুদাসপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৫ এস এম পারভেজ তালুকদার ।। পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি কিন্ডারগার্টেন ও স্বতন্ত্র প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে নাটোরের গুরুদাসপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ‘গুরুদাসপুর উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা পরিবার’। মানববন্ধনে উপজেলার ৩১টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। এসময় বক্তারা বলেন, “বছরের মাঝপথে এমন একটি সিদ্ধান্ত কোমলমতি শিক্ষার্থীদের জন্য হতাশাজনক। দীর্ঘদিন ধরে কিন্ডারগার্টেনগুলো শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। এ শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি স্বীকৃত না হলেও শিক্ষার্থীদের মান ও ফলাফলে পিছিয়ে নেই। বরং অনেক সময় সরকারি বিদ্যালয়ের তুলনায় এগিয়ে।” মানববন্ধনে বক্তব্য দেন নূর-একাডেমির মাওলানা জামীল আহমাদ, ইয়াকুব আলী মডেল স্কুলের মো. ইয়াকুব আলী, মিলেনিয়াম স্কুলের মো. একরামুল হক, মাষ্টার একাডেমির মাসুদ রেজা, রাইজিং সান স্কুলের নাছির উদ্দীন নয়ন এবং জ্ঞানের আলো একাডেমির জহুরুল মোল্লা। কিছু অভিভাবক বলেন, “আমরা সন্তানের ভবিষ্যতের কথা ভেবে কিন্ডারগার্টেনে ভর্তি করি। এখন যদি সরকার এই প্রতিষ্ঠানগুলোতে।বৃত্তি পরীক্ষার অংশগ্রহণ বন্ধ করে, তাহলে আগে সরকারি বিদ্যালয়ের মানোন্নয়ন নিশ্চিত করা হোক।” মানববন্ধন শেষে ‘গুরুদাসপুর উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা পরিবার’-এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।তারা জোর দাবি জানান, ১৭ জুলাই ২০২৫ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বঞ্চিত করার প্রজ্ঞাপনটি বাতিল করে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের পুনরায় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে।# SHARES মানববন্ধন বিষয়: