রূপগঞ্জ থানার নবনিযুক্ত ওসি তারিকুল ইসলামের সাথে তারাবো পৌর যুবদলের সৌজন্য সাক্ষাৎ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫
বি এম আবুল হাসনাত ।।
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তারিকুল ইসলামকে ফুলেল শুভেচছা জানায় তারাবো পৌর যুবদল। ২৯ জুন সোমবার তারাবো পৌর যুবদলের নেতৃবৃন্দ রূপগঞ্জ থানায় এই  সৌজন্য সাক্ষাৎ করেন।
তারাবো পৌর যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক রাজিব আহমেদ-এর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, পৌর যুবদলের নেতা ওমর ফারুক আপন, রকিবুল ইসলাম রকি, কাকন মাহমুদ রানা, শফিকুল ইসলাম শফিক, সানোয়ার খান সানু, মোঃ ইউসুফ, মোঃ মাসুদ প্রমুখ।
ওসি তারিকুল ইসলাম ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে সাব ইন্সপেক্টর পদে যোগদান করেন। এরপর থেকে তিনি নিষ্ঠা ও দক্ষতার সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
ওসি তারিকুল ইসলাম এর আগে বন্দর থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে তিনি সফলভাবে দায়িত্ব পালন করেছেন বলে জানা যায়।
সৌজন্য সাক্ষাৎকালে নবাগত ওসি তারিকুল ইসলাম জানান, সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের মনোবল কিছুটা দুর্বল হয়ে গেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশের মনোবল ফিরিয়ে আনা তাঁর প্রধান লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
সৌজন্য সাক্ষাৎকালে তারাবো পৌর যুবদলের সংগ্রার্থী যুগ্ম আহ্বায়ক রাজিব আহমেদ সকলকে নিয়ে নবনিযুক্ত ওসির সফল কর্মজীবন কামনা করেন এবং সকলে মিলে ফুলের শুভেচ্ছা জানান।