চায়না জালবিরোধী অভিযান পরিচালনা – শুনই ইউনিয়ন, আটপাড়া উপজেলা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫

নুর মোহাম্মদ  খান ।।

নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার ২নং শুনই ইউনিয়নে নিষিদ্ধ চায়না জাল ব্যবহার বন্ধে গতকাল একটি সফল অভিযান পরিচালিত হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাসুদ রানা। স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানটি এলাকার সচেতনতা বৃদ্ধি ও মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। স্থানীয় নদী ও জলাশয়গুলোতে দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি পরিবেশ ও মৎস্যসম্পদের ক্ষতি করে এই অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরছিলেন। এতে ছোট মাছ ও পোনা মাছ ধ্বংস হয়ে যাচ্ছিল, যার ফলে এলাকার জেলে সম্প্রদায় ও মৎস্যখাতে দীর্ঘমেয়াদে বিপর্যয় দেখা দেয়ার আশঙ্কা ছিল।

অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীরা নিষিদ্ধ জালের ক্ষতিকর দিক নিয়ে স্থানীয় জনগণকে অবহিত করেন। তাঁরা জানান, ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তারা এলাকাবাসীর সহযোগিতার প্রশংসা করেন এবং পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন। স্থানীয় জনগণ প্রশাসনের এই কার্যক্রমকে স্বাগত জানায় এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান।