কোটালীপাড়ায় মন্দিরের তালা ভেঙে মূর্তি ও পূজার সামগ্রী চুরি, থানায় অভিযোগ,দুর্বিত্তদের খুঁজছে পুলিশ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫ শেখ ফরিদ আহমেদ।। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের হিরণ গ্রামে একটি পারিবারিক মন্দিরে তালা ভেঙে একাধিক দেব-দেবীর মূর্তি ও পূজার আসবাবপত্র চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার (২৯ জুলাই) রাতে এই চুরির ঘটনা ঘটে মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক সুবল চক্রবর্তীর পারিবারিক মন্দিরে চুরিটি সংগঠিত হয় । ভুক্তভোগী সুবল চক্রবর্তী জানান, প্রতিদিনের মতো পূজা শেষ করে রাত ১১টার দিকে মন্দির তালাবদ্ধ করে পরিবারের সকলে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোর ৪ টার দিকে ঘুম থেকে উঠে বাহিরে এসে মন্দিরের তালা ভাঙা দেখতে পান। ভিতরে গিয়ে দেখেন পিতলের দুর্গা, কালী, বিষ্ণু মূর্তিসহ কাসা, পিতল ও তামার বিভিন্ন পূজার সামগ্রী চুরি হয়ে গেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কোটালীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, “অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে । SHARES সারা বাংলা বিষয়: