বহুল কাংখিত রংপুরের মিঠাপুকুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন আজ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৫
মো:সজল সরকার।।
আজ শনিবার (৫ জুলাই-২০২৫) সকাল ১০টা থেকে রংপুরের মিঠাপুকুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনকে ঘিরে স্থানীয় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। এর আগে দলীয় কার্যক্রমে এমন প্রাণবন্ত আয়োজন আর দেখা যায়নি।সবার মধ্যেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
উপজেলার ১৭টি ইউনিয়নের মোট ১২০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত করবেন কাংখিত নেতা। যাঁরা নির্বাচিত হবেন তাঁরা হবেন দলের আগামী দিনের কান্ডারি-সভাপতি, সিনিঃ সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক। কমিটির অন্যান্য পদগুলি পরবর্তীতে আলোচনা/সমঝোতার মাধ্যমে পুরন করা হবে।
রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব আনিছুর রহমান লাকু সহ অন্যান্য নেতৃবৃন্দ সদস্যরা এই সম্মেলন ও নির্বাচন করবেন বলে জানা গেছে।