মনোহরদীতে সাফল্যের শীর্ষে এসএসসি পরীক্ষায় মিনা ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৫ মো হিমেল মিয়া।। মনোহরদীর শান্ত-নিবিড় প্রান্তে অবস্থিত মিনা ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ যেন শিক্ষা অঙ্গনের এক দীপশিখা। ২০১৩ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠান অল্প সময়েই প্রমাণ করেছে— কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও সঠিক দিকনির্দেশনা থাকলে যে কোনো স্বপ্ন বাস্তবে রূপ নেয়। ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল সেই স্বপ্নপূরণেরই উজ্জ্বল সাক্ষ্য। এই স্কুলের ৩০ জন পরীক্ষার্থীর সবাই শতভাগ সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে ৫ জন কৃতিত্বের সাথে এ প্লাস অর্জন করেছে, যার মধ্যে দুইজন পেয়েছে স্বপ্নের গোল্ডেন এ প্লাস। এছাড়া ১৭ জন এ গ্রেড পেয়ে প্রমাণ করেছে তাদের মেধা ও অধ্যবসায়। এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীরা: মাহফুজ, তাসরিফ বিন পাঠান, রূপক ও মাহফুজ গোল্ডেন এ প্লাস প্রাপ্ত: আল ফাহাদ, মারুফ প্রধান শিক্ষক আমিনুল ইসলাম প্রধান গর্বের সাথে বলেন— এই সাফল্য হঠাৎ আসেনি। এটি আমাদের শিক্ষকদের দিনরাতের কঠোর পরিশ্রম, শিক্ষার্থীদের দৃঢ় মনোবল এবং অভিভাবকদের অকুণ্ঠ সহযোগিতার ফল। এই ফলাফল আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি দায়িত্বও বাড়িয়ে দিল।” সিনিয়র শিক্ষক জাকারিয়া আলম বলেন— আমরা শুধু বই মুখস্থ করাই না, ওদের জীবন গড়ে তোলার শিক্ষাও দেই। আজকের এ ফলাফল আমাদের সেই স্বপ্নেরই ফসল।” শিক্ষক রফিকুল ইসলাম রফিক বলেন— আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক— এই ত্রিমুখী প্রচেষ্টা ছাড়া এ অর্জন সম্ভব হতো না। আমরা গর্বিত, মনোহরদীর মধ্যে এবারও সর্বোচ্চ ফলাফল আমাদের স্কুলের।” অত্যন্ত গর্বের বিষয়, দেশের যখন এসএসসি ফলাফলে মন্দাভাব দেখা দিয়েছে, তখন এই অজপাড়া গাঁয়ের প্রতিষ্ঠান মিনা ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ তার আলো ছড়িয়েছে। এই সাফল্য প্রমাণ করেছে— মেধা, অধ্যবসায় আর সততার সঠিক মেলবন্ধন হলে কোনো সীমাবদ্ধতাই সাফল্যের পথে বাধা হতে পারে না। মিনা ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ আজ মনোহরদীর গর্ব, আমাদের সকলের অহংকার। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে তারা আরও অনেক দূর এগিয়ে যাবে— এই আমাদের প্রত্যাশা ও প্রার্থনা। SHARES সারা বাংলা বিষয়: