নীলফামারীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে গণঅধিকার পরিষদের গণপদযাত্রা অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫
মোঃ আলমগীর হোসেইন।।
 ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে গণহত্যার বিচার, গণহত্যায় জড়িত ফ্যাসিস্টদের রাজনৈতিক নিষ্ক্রমণ ও রাষ্ট্র সংস্কারের দাবিতে গণঅধিকার পরিষদ (জিওপি) নীলফামারী জেলা শাখার উদ্যোগে এক গণ পদযাত্রার আয়োজন করা হয়। গতকাল বুধবার (১৬ জুলাই) বিকেলে পুরাতন বাসস্ট্যান্ড থেকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পদযাত্রায় বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রচার ও প্রকাশ  সম্পাদক সোহাগ হোসেন বাবু  , নীলফামারী জেলা গনঅধিকার পরিষদ সভাপতি জাহাঙ্গীর আলম,  নীলফামারী জেলা যুব অধিকার পরিষদ সাধারণ সম্পাদক উমর ফারুক মুন্না, নীলফামারী জেলা ছাত্র অধিকার পরিষদ সভাপতি এ,কে উদার সহ স্থানীয় নেতা কর্মিরা এ সময় নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র ও ন্যায়ের পথে এগিয়ে যেতে হলে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের রাজনৈতিক প্রশ্রয় বন্ধ করা ও একটি কার্যকর রাষ্ট্র সংস্কার আজ সময়ের দাবি। গণঅধিকার পরিষদ বরাবরই মানবাধিকারের পক্ষে কথা বলে আসছে এবং ভবিষ্যতেও এই লড়াই অব্যাহত থাকবে