ওসমানীনগরে টাইফয়েড প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৫ শরীফ আহমদ চৌধুরী ।। সিলেটের ওসমানীনগরে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা গ্রহণের গুরুত্ব নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঈনুল আহসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, ওসমানীনগর থানার ওসি তদন্ত এস এম মাহমুদ হাসান রিপন, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাল্গুনী ভট্টাচার্য্য, ডাঃ মোঃ ফজলুল কাদের, ডাঃ অনন্না জামান মুন, ডাঃ হুসনে আরা তালুকদার, স্বাস্থ্য পরিদর্শক আলা হোসেন, শিক্ষক বিজয় প্রসাদ দে, শংকর লাল সেন, কওমি মাদ্রাসার শিক্ষক মাওলানা জসীম উদ্দিন এবং শিকদার মোঃ কিবরিয়াসহ সাংবাদিক বৃন্দ প্রমুখ।সভায় টাইফয়েড জ্বরের ঝুঁকি ও প্রতিরোধের উপায় নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তারা বলেন, দূষিত খাদ্য,পানীয় জল এবং দুধের মাধ্যমে এই ব্যাকটেরিয়া শরীরের খাদ্যনালিতে প্রবেশ করে। এ ছাড়া আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এবং জলের মাধ্যমেও এই রোগের জীবাণু ছড়ায়। এই রোগ সাধারণত যেকোন বয়সেই হতে পারে, তবে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। টাইফয়েড একটি সংক্রামক রোগ, যা দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়িয়ে পড়ে। টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। টাইফয়েড টিকাদান কর্মসূচি সফল করতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বক্তারা। টাইফয়েড টিকাদান নিয়ে বক্তারা বলেন, ক্যাম্পেইনটি সফলভাবে সম্পন্ন করার জন্য একটি বিস্তারিত কর্মপরিকল্পনা প্রণয়ন। সকল স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা। জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার প্রচারণা চালানোর সিদ্ধান্ত। টিকাদান কেন্দ্রগুলোতে যাতে পর্যাপ্ত পরিমাণ টিকা এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা দ্বারা নিয়মিতভাবে এই ক্যাম্পেইন পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। টাইফয়েড রোগের বিস্তার রোধে এই ক্যাম্পেইন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিধায় সকলের সহযোগিতা এই ক্ষেত্রে অপরিহার্য ক্যাম্পেইন টি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল অংশীজনের সহযোগিতা চেয়েছেন সংশ্লিষ্টরা। SHARES সারা বাংলা বিষয়: