কয়রায় সিএসও নেটওয়ার্কের কার্যক্রম টেকসই করণে কর্মশালা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৫ অরবিন্দ কুমার মণ্ডল।। কয়রায় সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) নেটওয়ার্কের কার্যক্রম টেকসই করণের লক্ষে দিনব্যাপী অংশগ্রহণ মূলক কর্মশালা অনু্ষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই মঙ্গলবার বেলা ১১ টায় কয়রা সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে হেলভেটাস বাংলাদেশের সহযোগীতায় ডরপ ইভলভ প্রকল্পের আয়োজনে এ কর্মশালা অনু্ষ্ঠিত হয়। ডরপ ইভলভ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ হারুন অর রশিদের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডরপ ইভলভ প্রকল্পের প্রকল্প সমন্নয়কারী প্রতিভা বিকাশ সরকার, উপজেলা সিএসও নেটওয়ার্কের সদস্য মোঃ ফরহাদ হোসেন, সিএসও সদস্য মোল্ল্যা মনিরুজ্জামান, আশিকুজ্জামান, মিজানুর রহমান, চঞ্চল মন্ডল, সাবানা আক্তার, স্বপ্না মন্ডল প্রমুখ। কর্মশালায় ভবিষ্যতে সমন্বিত ও পরিকল্পিত ভাবে কাজ করার লক্ষে প্লান প্রনয়ণ করা হয়। SHARES সারা বাংলা বিষয়: