সিনিয়র সহকারি শিক্ষিকা বেলী আহাম্মেদ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা বেলী আহমেদকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।২৩শে জুলাই -২০২৫ বুধবার তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়।   চাকরি জীবনে তিনি ৩১ বছর একই বিদ্যালয় কর্মরত ছিলেন। মনিরুজ্জামান মুন্সির সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় এর শিক্ষক শিক্ষিকা সহ সকল শ্রেণীর শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্ত, বিশিষ্ট সমাজ সেবক রাজনৈতিক ব্যক্তিত্ব  সাংবাদিক ওবায়দুল আলম সম্রাট,সিনিয়র শিক্ষক  মোহাম্মদ জাকির হোসেন, চিন্তা হরন সাহা, মোঃ খালেদুর রহমান, আশিকুর রহমান,গুলশান আরা বেগম,মাই টিভি ভাঙ্গা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সরোয়ার হোসেন,ও দৈনিক আমার দেশ পএিকা সাংবাদিক মামুন রশিদ ও দৈনিক দেশসেবা সাংবাদিক রিপন শেখ সহ প্রমূখ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক বেলী আহমেদের হাতে বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেওয়া হয়।

মোঃ রিপন শেখ।।