ভাঙ্গায় জমাজমির জেরধরে ২ নারীকে পিটিয়ে জখম করলো প্রতিপক্ষরা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রামে জমাজমির জেরধরে ২ নারীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আহতরা হলো ওই গ্রামের সিরাজুল শেখের স্ত্রী ববিতা আক্তার (৩৭) এবং নজরুল ইসলামের স্ত্রী পলি বেগম(৩০)। তাদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি লিখিত  অভিযোগ দেওয়া হয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ ও ক্ষতিগ্রস্তদের সূত্রে জানা গেছে, ওই গ্রামের প্রতিবেশী লুৎফর শেখ গংদের সাথে দীর্ঘদিন যাবত বাড়ির সীমানা জমাজমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল।  বুধবার সকালে  বাড়ির সীমানা নিয়ে  সকালে লুৎফর শেখ, স্বপন শেখ,রিপন শেখ, হালিম শেখ সহ ৬/৭ জন সংঘদ্ধভাবে  অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় ওই দুই নারী গুরুতর আহত হয়।
ভুক্তভোগী সিরাজুল শেখ বলেন, আমি গরীব মানুষ ভ্যান চালিয়ে সংসার চালাই। প্রতিবেশী প্রতিপক্ষ প্রভাবশালী ও প্রতিপত্তিশীল হওয়ায় জোরপূর্বক আমার বাড়ির জায়গা দখল করে আসছে।আজ আমরা কিছু  বলার আগেই আমাদের উপর হামলা চালায়। ভাঙ্গা থানা সেকেন্ড অফিসার লোকমান হোসেন জানান,একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্তের সাপেক্ষে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোঃরিপন শেখ ।।