কেন্দুয়ায় স্যানিটারি মালামাল ভেঙে দিলো দুর্বৃত্তরা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৫ কোহিনূর আলম ।। নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় রাতের অন্ধকারে স্যানিটারি ব্যবসায়ী মো. মঞ্জু মিয়ার স্যানিটারি মালামাল (সিমেন্টের রিং, স্লাব ও ল্যাট্রিনের ফ্যান) ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা । ভুক্তভোগী মো. মঞ্জু মিয়া কেন্দুয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের চকবাট্টা গ্রামের বাসিন্দা । তাঁর বাবার নাম মাশিক মিয়া । গত ২১ জুলাই দিবাগত রাত কেন্দুয়া- চিরাং রোডে রাসেল নার্সারির বিপরীতে ও আলহাজ্ব আতিকুর রহমান গার্লস একাডেমি সংলগ্ন এ ঘটনা ঘটে বলে জানা স্থানীয় সূত্রে । মো. মঞ্জু মিয়া বলেন, আমি গরিব মানুষ । দীর্ঘদিন যাবত এ ব্যবসার মাধ্যমে আমার জীবিকা নির্বাহ করছি । কিন্তু কে বা কারা আমার এই ক্ষতি করেছে আমি জানি না । আমার ১৫/২০ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে । আমি স্থানীয় নেতৃবৃন্দকেও জানিয়েছি । তিনি আরো বলেন, এর আগেও এমন ঘটনা ঘটেছে । স্থানীয় মনোহারি ব্যবসায়ী মো. হায়দার মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, কি বলবো ভাই । রাতে কে কী করে – আমরা তো জানি না । এর আগেও এভাবে ভাংচুর করেছে । রাসেল নার্সারির মালিক মো. আঃ রাজ্জাক আক্ষেপ করে বলেন, কাজটা ঠিক হয় নি । মঞ্জু মিয়া গরিব মানুষ । কেনো তার সাথে বারবার এমন হবে । এর সঠিক তদন্ত হওয়া উচিত । এ বিষয়ে কেন্দুয়া থানার এসআই ও কেন্দুয়া পৌরসভার বিট অফিসার মো. কামাল আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সংবাদকর্মীদের মাধ্যমে অবগত হলাম । লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে । SHARES সারা বাংলা বিষয়: