পিকআপের চাপায় বৃদ্ধার মৃত্যু দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৫ নাজমুলহুদা।। নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কালিহালা (পূর্ব পাড়া) এলাকায় বেপরোয়া পিকআপ ভ্যানের চাপায় মোছাম্মৎ অরবুলা আক্তার (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (২৩ জুলাই) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কালিহালা হতে বিশরপাশা অভিমুখী পাকা রাস্তার পাশে কয়েকজন বসে ছিলেন। এ সময় ঢাকা মেট্রো-ন ১২-৬৮৯৫ নম্বরের একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের উপর উঠে যায়। এতে তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের তাৎক্ষণিকভাবে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অরবুলা আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন—সালাম মিয়া ও নূরেজা বেগম। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন , দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও চালকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। SHARES সারা বাংলা বিষয়: