কলমাকান্দায় রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৫
নাজমুলহুদা।।নেত্রকোনার কলমাকান্দায় “জুলাই পূর্ণজাগরণ কর্মসূচি-২০২৫” এর অংশ হিসেবে রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকালে কলমাকান্দা সদর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
কর্মসূচির আওতায় সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানের আয়োজন করা হয়, যাতে স্থানীয় স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, মেডিকেল অফিসার ডা. সুমন পালসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।