উত্তরবঙ্গের ন্যায্য অধিকার আদায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই দফা দাবি, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ও কর্মসূচি ঘোষণা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৫

আবু রায়হান তামীম।।

উত্তরবঙ্গের দীর্ঘদিনের বাজেট বৈষম্য ও উন্নয়ন-বঞ্চনার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ এক জোরালো কর্মসূচির ঘোষণা দিয়েছেন। তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি আদায়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। অন্যথায়, উত্তরবঙ্গজুড়ে ব্যাপক আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।এছাড়া আজ রংপুরের মর্ডান মোড়ে তারা ব্লকেড কর্মসূচি পালন করেন।

দুই দফা দাবির মধ্যে রয়েছে:

১। উত্তরবঙ্গের বাজেট বৈষম্য নিরসন এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোসহ সার্বিক উন্নয়নের জন্য একটি সতন্ত্র আঞ্চলিক উন্নয়ন কমিশন গঠন।২। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি স্বায়ত্তশাসিত ও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরের সরকারি ঘোষণা ও বাস্তবায়ন।আন্দোলনকারীদের আল্টিমেটাম অনুযায়ী:আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উপরের দাবিসমূহে কোনো অগ্রগতি না হলে উত্তরবঙ্গজুড়ে ব্লকেড এবং অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হবে। একইসঙ্গে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবির পক্ষে কার্যকর পদক্ষেপ না নিলে বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে।পরবর্তী কর্মসূচি:আগামীকাল মঙ্গলবার, রংপুরের আবু সাঈদ চত্বরে উত্তরবঙ্গের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ একত্রিত হয়ে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করবেন।এ উপলক্ষে আয়োজন করা হবে ‘মার্চ টু জেলা প্রশাসক’ এবং ‘মার্চ টু বিভাগীয় কমিশনার’ কর্মসূচি।আন্দোলনকারীদের দাবি, উত্তরবঙ্গ বছরের পর বছর ধরে উন্নয়নবঞ্চিত থেকেছে। রাজধানীকেন্দ্রিক বাজেট, অবকাঠামো অবহেলা ও প্রশাসনিক অবজ্ঞার শিকার হয়ে এ অঞ্চল পিছিয়ে পড়েছে। তাই, বাস্তবভিত্তিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে তারা বলেন, এবার সময় এসেছে উত্তরবঙ্গকে ন্যায্য সম্মান ও সুযোগ দেওয়ার।