ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়ন পুলিয়া বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার ২৭ জুইলা রাত ৮টার দিকে রেললাইন রাস্তা পার হতে গিয়ে ঢাকাগামী রুপসী বাংলা নামের ট্রেনের নিচে কাটা পড়ে অলি হাওলাদার (৩৫) নামে মৃত্যু হয়। নিহতের বাড়ি ভাঙ্গা উপজেলার আজিনগর ইউনিয়নের জাঙ্গালপাশা গ্রামের মৃত আলাল উদ্দিন হাওলাদারের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত ৮টার দিকে অলি হাওলাদার রেললাইন পার হওয়ার সময় বেনাপোল থেকে ঢাকাগামী রুপসী বাংলা নামের একটি ট্রেনের নিচে কাঁটা পড়ে । ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে পুলিয়া বাজার এলাকায় লোকজন ঘটনাস্থলে এসে ভাঙ্গা লোকাল থানা ও রেলওয়ে  পুলিশকে খবর দেয়। গ্রামবাসী জানায়,অলি হাওলাদার তিনি কানে একটু কম শুনতো। পরে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

রিপন শেখ।।