মুক্তিযোদ্ধা আব্দুল আজিজকে ‘গার্ড অব অনার’ প্রদান

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৫
নেত্রকোণার কেন্দুয়ায় মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল আজিজকে গার্ড অব অনার’ প্রদান করা হয়েছে ।
রবিবার (২৭ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার মরহুমের নিজ গ্রামে জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে এ ‘গার্ড অব অনার’ প্রদান করেন ।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের  দায়িত্ব প্রাপ্ত কমান্ডার মুক্তিযোদ্ধা মোঃ নূরুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডের দায়িত্ব প্রাপ্ত ডেপুটি কমান্ডার আব্দুল কুদ্দুস খন্দকার লালচান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা বজলুর রহমান প্রমুখ ।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের দায়িত্ব প্রাপ্ত কমান্ডার মুক্তিযোদ্ধা নূরুল হকের সাথে কথা হলে তিনি বলেন, মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল আজিজের জন্ম উপজেলার সান্দিকোনা ইউনিয়নের পেড়ী গ্রামে । বিবাহসূত্রে তিনি চিরাং ইউনিয়নের চকবাট্টা গ্রামে । এছাড়াও তিনি জীবনের এক পর্যায়ে মাসকা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে বসবাস করতেন । তিনি আরো বলেন, মরহুম আব্দুল আজিজ ছিলেন সৎ ও কর্মঠ মানুষ । জীবিকার প্রয়োজনে তিনি রিকশা চালিয়েছেন । কিন্তু কারো মুখাপেক্ষী ও কোন পরাধীনতায় শৃঙ্খল থাকেন নি তিনি । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৩ বছর । আমি তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি ।উল্লেখ্য বার্ধক্যজনিত ২৬ জুলাই দিবাগত রাত আনুমানিক রাত ৮টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি  এবং আজ (২৭ জুলাই) রাষ্ট্রীয় মর্যাদায় চকবাট্টা গ্রামে সমাধিস্থ করা হয় তাঁকে ।
কোহিনূর আলম।।