বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুল ইসলাম আর নেই,শোক প্রকাশ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৫ সাইদুল ইসলাম ।। বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম(মিজান) (৫৭) আর নেই। ২৯ জুলাই মঙ্গলবার সকাল ৬ টা ১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওইদিন(২৯ জুলাই) বাদ জোহর বানারীপাড়া মাহিমদুদিয়া মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ মাঠে ১ম জানাযা ও বাদ আছর উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের নিজ গ্রাম দিদিহারে ২য় নামাজে জানাযা শেষে ওয়ালিয়ার বাড়ি পারিবারিক কবরস্থানে পিতা- মাতার কবরের পাশে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়েছে। মৃত্যূর সময় তিনি স্ত্রী,১ নাবালক ছেলে, ভাই-বোন ও আত্মীয়-স্বজন সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যূতে বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম ও সাধারন সম্পাদক জাকির হোসেন সহ বিভিন রাজনৈতিক দল,সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আগামী শুক্রবার জুমা’র নামাজ বাদ বানারীপাড়া ঈদগাহ মসজিদে প্রেসক্লাবের উদ্দ্যোগে মরহুম মিজানুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া-মোনাজাতে অংশগ্রহণের জন্য বানারীপাড়ায় বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিক সহ সকল সুধীজনকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি মো: সাইদুল ইসলাম ও সাধারন সম্পাদক জাকির হোসেন। SHARES সারা বাংলা বিষয়: