মসজিদের ওয়াকফকৃত সম্পত্তি অবৈধভাবে বিক্রির করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৫
আশিকুর রহমান চৌধুরী পনি।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের মধ‍্য নরহা কেন্দ্রীয় জামে মসজিদের জমি অবৈধভাবে গ্রামবাসীকে না জানিয়ে বর্তমান বাজারমূল‍্য ২০ লক্ষ টাকার ওয়াকফকর্তৃক জমি মাত্র ১০ লক্ষ টাকায় বিক্রি করায় নরহা গ্রামবাসীর উদ‍্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৭ জুলাই) নাছিরনগর উপজেলার শহীদ মিনার চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক অবসরপ্রাপ্ত ডি,জি,এফ আই সদস‍্য এনামুল হক রানা, জিল্লু সর্দার, সাবেক মেম্বার তাজুল ইসলাম, মোঃ জাহের মিয়া, মোঃসাদেক মিয়‍া, মোঃ সোহেল মিয়া সহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা জানান, শত বছরের ঐতিহ্যবাহী মধ‍্য নরহা কেন্দ্রীয় জামে মসজিদের ওয়াকফ করা জমি গ্রামবাসীদের অবগত না করে মোঃ শাহনেয়াজ চৌধুরী, শিহাব চৌধুরী, হাকিম মিয়া, লাবু মিয়া, মোজাম্মেল গংরা অবৈধভাবে মসজিদের ২০ লক্ষ টাকার  জমি  মাত্র ১০ লক্ষ টাকায় বিক্রি করে আল্লাহ্ পাকের ঘর মসজিদের ন‍্যায‍্য পাওনা থেকে বঞ্চিত করা হয়।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ ঐ সকল লোকজন মসজিদে কোন পূর্ণাঙ্গ কমিটি না দিয়ে ব‍্যক্তিগত ভাবে সিদ্ধান্ত নিয়ে এ ধরণের কার্যক্রম করে আসছে। গ্রামবাসী এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়,  উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে লিখিত আবেদন করেছেন।
এ বিষয় নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ঘটনাটির লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।