চট্টগ্রামের মেয়র বলেন সমন্বিত চেষ্টার মাধ্যমে জলবদ্ধতা নিরসন করতে হবে

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৫

বাবলু নন্দী।।

চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা  নিরাসনে সংশ্লিষ্ট সকল সেবা সংস্থাকে সমন্বিত ভাবে

কাজ করতে হবে। জনগণকে সচেতন মূলক আচরণ করতে হবে বলে মন্তব্য করেন চসিক মেয়র। রোজ সোমবার  ২৮.৭.২০২৫ ইংরেজি তারিখ  চট্টগ্রাম মহানগরীতে ভারী  বৃষ্টির সময় বিভিন্ন জলবদ্ধতা প্রবন এলাকা পরিদর্শন করেন মেয়র। চকবাজার  কাতালগঞ্জ  পাঁচলাইশ  বাকলিয়া ও লালখান বাজার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন  মেয়র। এ সময় জলবদ্ধতা সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন মেয়র। পরিদর্শনকালে স্থানীয়  বাসিন্দাদের অভিযোগ ও দুর্যোগের কথা  শোনেন এবং বলেন,   জলবদ্ধতা চট্টগ্রাম নগরীর দীর্ঘদিনের সমস্যা। কাতালগঞ্জ রোডের পানি নিষ্কাশনের ব্যবস্থায়  দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। আমি দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের নির্দেশ দিয়েছে , অবিলম্বে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করে পানি চলাচলের পথ উন্মুক্ত করতে হবে। মেয়র আরো বলেন, শুধু সাময়িক নয় আমরা  সমাধানের দিকে এগোচ্ছি। নগরবাসীর দুর্ভোগ লাঘবে চসিক সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। পরিদর্শনের সময় তিনি চিকন ঘুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরী জন্য লিফলেট ও বিতরণ করেন।