উলিপুরে অবৈধ বালু উত্তোলনে যুবকের ১ মাসের কারাদণ্ড দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৫ রেজাউল ইসলাম।। উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক যুবককে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত বিশ্বনাথ পাল (৩৫) হাতিয়া ইউনিয়নের কলাতি পাড়া অনন্তপুর গ্রামের প্রফুল্ল চন্দ্র পালের ছেলে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহার নেতৃত্বে হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর পালেরঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা জানান, স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশ্বনাথ পালকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। তিনি বলেন, “অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” অভিযানে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমানও উপস্থিত ছিলেন। তিনি জানান, সাজাপ্রাপ্ত আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: