পাবনার আটঘরিয়া পেশাজীবী কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির সভা অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৫
আব্দুল্লাহ আল মামুন ।।
পাবনার আটঘরিয়া উপজেলা পেশাজীবী কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির সভা শুক্রবার বিকেলে উপজেলার জাওয়াদ পল্লীতে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সাবেক যুগ্ম সচিব ও সংগঠনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পেশাজীবী কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর মোঃ আহসান হাবিব

সাধারণ সম্পাদক ও রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ শাখার পরিদর্শক প্রফেসর মোঃ মাহবুব হাসান এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহ-সভাপতি প্রফেসর মোঃ আশরাফ আলীপ্রফেসর মোঃ হাসেম আলী, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজিম উদ্দিন শেখ, উপদেষ্টা ও আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন খান

এছাড়া উপস্থিত থেকে বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের নির্বাহী প্রযোজক (নিউজ) মোঃ সামসুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিনমাহবুবা খাতুন মায়ামাহতাব উদ্দিনমোঃ আশরাফ আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ শহীদুল ইসলাম

সভায় অংশ নেন সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ রবিউল ইসলাম, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাতাব উদ্দিন খানমোঃ জুলফিকার আলী সাগরআহসানুল আলম বকুলমোঃ আব্দুস সবুর, দপ্তর সম্পাদক প্রভাষক মোঃ শামীম হোসেন, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক মোঃ শফিউল্লাহ, ক্রীড়া সম্পাদক মোঃ আসলাম হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক লিখি, কার্যকরী সদস্য মোঃ শরিফুল আলম রাজুমোঃ নজরুল ইসলামমোঃ আসাদুজ্জামান মনিমোঃ আখতার হোসেনসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা বৃন্দ।

সভায় নবগঠিত কমিটির পরিচিতি তুলে ধরা হয় এবং সমিতির কোষাধ্যক্ষ মোঃ হাসান ইমাম বুলবুল বাৎসরিক আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন। শেষে সংগঠনের বাৎসরিক কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়।