
ইমন মিয়া।।
সাঘাটায় পুলিশের তাড়া খেয়ে পুকুরের পানিতে ডুবে শিবির নেতা সিজু মিয়া মৃত্যুর ঘটনায় ওই থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলামকে ক্লোজ করা হয়েছে।
গত বৃহস্পতিবার গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বাসিন্দা শিবির নেতা সিজু মিয়াকে মোবাইলে কল দিয়ে থানায় ডেকে নেন এসআই রাকিবুল ইসলাম। থানায় গেলে সিজুকে বলা হয়, তার কাছে চোরাই মোবাইল পাওয়া গেছে। এ কারণে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একপর্যায়ে সিজু ক্ষুব্ধ হয়ে রাত ১০টার দিকে থানার ভেতরের পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের তাড়া খেয়ে আত্মরক্ষায় পুকুরে ঝাঁপিয়ে পড়েন তিনি। তাকে ধরতে পুলিশ ও স্থানীয় জনতা পুকুরের চারপাশ ঘেরাও করে। এ সময় নিরূপায় হয়ে পুকুরের পানিতে ভাসতে থাকেন তিনি। সেখানে স্থানীয় লোকজন ও পুলিশের মারধরের ফলে পানিতে ডুবে মৃত্যু হয় সিজুর। পরেরদিন গত শনিবার সকালে বাধ্য হয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে পুকুর থেকে সিজু মিয়ার লাশ উদ্ধার করে।এ ঘটনার রহস্য উদঘাটনে রংপুর বিভাগের এডিশনাল ডিআইজি ও গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে দুটি তদন্ত টিম গঠন করা হয়। তদন্তে কী পাওয়া গেল তা প্রকাশ করা হয়নি। তবে এসআই রাকিবুলকে প্রত্যাহার করা হয়েছে।