শহীদ বিশালের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন পাঁচবিবি উপজেলা প্রশাসন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫ আল আমিন ।। প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া-মিলাদ ও মোনাজাতে অংশ নেন প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের সন্তান, গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া মোঃ নজিবুল সরকার বিশালের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী রতনপুর গ্রামে শহীদ বিশালের কবর জিয়ারত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে তার আত্মার মাগফিরাত কামনায় সুরা ফাতিহা পাঠ এবং দোয়া ও মোনাজাত করা হয়। শহীদ বিশাল: এক বছরের স্মৃতি ২০২৪ সালের জুলাই মাসে জয়পুরহাট শহরে ছাত্র-জনতার চলমান আন্দোলনে অংশ নিতে গিয়ে শহীদ হন মোঃ নজিবুল সরকার বিশাল। একবছর পর আজ তাকে স্মরণ করে গভীর শ্রদ্ধা জানালেন উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ। মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এর আগে সোমবার (৪ আগস্ট) জোহরের নামাজের পর পাঁচবিবি উপজেলা মডেল মসজিদে শহীদ বিশালের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ দোয়া-মাহফিলে শতাধিক ব্যক্তি অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: প্রশাসনের পক্ষ থেকে: মোঃ বেলায়েত হোসেন – উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মইনুল ইসলাম – অফিসার ইনচার্জ, পাঁচবিবি থানা মোঃ মোবারক হোসেন – উপজেলা প্রকৌশলী ডাঃ মোঃ হাসান আলী – উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান খান – মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজিজুল হক – উপজেলা শিক্ষা অফিসার রাজনৈতিক নেতৃবৃন্দ: আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিম – সভাপতি, উপজেলা বিএনপি আব্দুল হান্নান চৌধুরী – সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি মোঃ রেজাউল করিম মাস্টার – সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি ডাঃ মোঃ সুজাউল করিম – আমীর, উপজেলা জামায়াতে ইসলামি মোঃ আবু সুফিয়ান মুক্তার – সেক্রেটারি, উপজেলা জামায়াত বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু – সাবেক সভাপতি, উপজেলা বিএনপি অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল – সাবেক সভাপতি, উপজেলা বিএনপি আলহাজ্ব আনোয়ারুল হোসেন চৌধুরী – চেয়ারম্যান, ধরঞ্জী ইউনিয়ন পরিষদ মোঃ সুলতান মাহমুদ – সম্পাদক, ধরঞ্জী ইউনিয়ন বিএনপি অধ্যক্ষ নওশাদ আলী – সাবেক সভাপতি, আটাপুর ইউনিয়ন বিএনপি প্রভাষক মোঃ সাইদুর রহমান – সাবেক সম্পাদক, বালিঘাটা ইউনিয়ন বিএনপি মামুনুর রশিদ প্রামানিক – সভাপতি, রতনপুর ওয়ার্ড বিএনপি মোঃ আল-এমরান মন্ডল – সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদল মোঃ কারিমুল হোসেন – নেতা, ধরঞ্জী ইউনিয়ন যুবদল মাওলানা সাজেদুর রহমান সরকার – আমীর, ধরঞ্জী ইউনিয়ন জামায়াত মোঃ ওলিউল্লাহ সরকার – সভাপতি, ছাত্রশিবির মোঃ আসাদুজ্জামান বাবু – সভাপতি, ওয়ার্ড জামায়াত শহীদ বিশালের বাবা আব্দুল মজিদ সরকার, পরিবারের সদস্য এবং গ্রামের অনেকেই এ আয়োজনে অংশ নেন। উপস্থিত সবাই শহীদের আত্মত্যাগের স্মরণে শোক ও গর্ব প্রকাশ করেন। পাঁচবিবির রতনপুরের সন্তান শহীদ বিশালের আত্মত্যাগ এলাকাবাসী ও প্রশাসনের কাছে আজও স্মরণীয়। তার আত্মার শান্তি কামনায় এই আয়োজন যেন ভবিষ্যত প্রজন্মের কাছে দেশের জন্য আত্মোৎসর্গের অনুপ্রেরণা হয়ে থাকে—এমনটাই প্রত্যাশা করেছেন সকলে। SHARES সারা বাংলা বিষয়: