৫ই আগস্ট ঐতিহাসিক দিবস উপলক্ষে মৎস্যজীবী দলের আনন্দ মিছিল দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫ নুর মোহাম্মদ খান ।। ঐতিহাসিক ৫ই আগস্ট গণ অভ্যুত্থান ও স্বৈরাচার পতন দিবস উপলক্ষে মৎস্যজীবীদল, আটপাড়া উপজেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের নেতৃত্ব দেন মৎস্যজীবীদল আটপাড়া উপজেলা শাখার আহ্বায়ক মোহন চৌধুরী ও সদস্য সচিব নূর মোহাম্মদ খান। মিছিলে উপস্থিত ছিলেন সিনিয়র নেতা আতিক মেম্বারসহ মৎস্যজীবীদলের অন্যান্য নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা। আয়োজকরা জানান, এই দিনটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের এক গৌরবময় অধ্যায়, আর তাই এই দিনে গণআন্দোলনের চেতনায় দলীয় ঐক্য ও গণজাগরণ সৃষ্টি করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। SHARES সারা বাংলা বিষয়: