সরিষাবাড়ীতে “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” উপলক্ষে জামায়াতের গণ-মিছিল দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৫ কবীর আহমেদ ।। “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে একটি বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল সাড়ে পাঁচ টার দিকে মিছিলটি সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আরামনগর বাজারে গিয়ে শেষ হয়। এতে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল শেষে আরামনগর বাজারের জি.কে প্লাজা চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর ইন্জিঃ মাসুদুর রহমান দুলাল এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ মুহাম্মদ মনির উদ্দীন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারী আলহাজ্ব এড. মাওঃ মোঃ আব্দুল আওয়াল। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা সিনিয়র সহঃ সেক্রেটারী মাওঃ মোঃ নুরুল হক জামালী, জেলা সহঃ সেক্রেটারী অধ্যক্ষ সুলতান মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি এড. আছিমুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ” আজকের এই দিনে ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে ঐতিহাসিক বিজয় ছিনিয়ে এনেছিল। আমরা এই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদ ভাইদের রুহের মাগফেরাত কামনা করি। আমরা উদাত্ত কন্ঠে বলতে চাই প্রয়োজনীয় সংস্কার অবশ্যই হতে হবে। নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি না করে, খুনি হাসিনা ও তার সহযোগীদের দৃশ্যমান বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না। “ SHARES সারা বাংলা বিষয়: