কেন্দুয়ায় জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৫
কোহিনূর আলম।।  নেত্রকোণার কেন্দুয়ায় জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহিদদের স্মরণে সমাধিতে পুষ্পস্তবক ও শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন । মঙ্গলবার ৩৬জুলাই (৫ আগস্ট) সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এ পুষ্পস্তবক ও শ্রদ্ধা নিবেদন করা হয় । বৃষ্টি উপেক্ষা করে শহিদ তোফাজ্জল হোসেন, শহিদ আলী হোসেন ও শহিদ জিন্নাতুন ইসলাম খোকনের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা , কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা , কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । শহিদদের শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনার মাধ্যমে শোষণমুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায় ভিত্তিক সমাজ গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয় । উল্লেখ্য শহিদ তোফাজ্জল হোসেন (২২) পেশায় ছিলেন একজন রাজমিস্ত্রি, গাজীপুরের মাস্টারবাড়ী এলাকায় ২০২৪ সালের ৪ আগস্ট শহিদ  হোন তিনি । শহিদ জিয়াতুল ইসলাম খোকন (২৩) ছিলেন একজন শ্রমিক, গাজীপুর চৌরাস্তা এলাকায় ২০২৪ সালের ৫ আগস্ট শহিদ হোন । শহিদ আলী হোসেন (৪৪) ছিলেন ব্যবসায়ী, ঢাকার উত্তরা এলাকায় রাজনৈতিক সহিংসতায় ২০২৪ সালের ১৮ জুলাই শহিদ হোন তিনি ।  এই তিনজনের নাম সরকার ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে প্রকাশিত গেজেটে “জুলাই গণঅভ্যুত্থানের শহিদ” হিসেবে ঘোষণা করা হয়েছে ।