ট্রাকের ধাক্কায় প্রেসক্লাব রাজারহাটের সাবেক সভাপতি ও ব্যবসায়ী সাংবাদিক

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৫
এইচ, এম মহসিন কামাল ।।  কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় প্রেসক্লাব রাজারহাট এর সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী দৈনিক যুগের আলো পত্রিকা ও বাংলা টিভির প্রতিনিধি  সাংবাদিক এস.এ বাবলু সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত। শুক্রবার ৮ আগস্ট রাত এগারোটার দিকে উপজেলার মন্ডলের বাজার এলাকা রাজারহাট-তিস্তাগামী সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা সাংবাদিক এস,এ বাবলু গুরুতর অসুস্থ হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এসে দ্রুত-তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন বর্তমান তিনি সেখানে  চিকিৎসাধীন আছেন। তার পরিবার ও উপজেলার সকল সংবাদকর্মী ও সকল প্রেসক্লাব তার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।