গৌরনদীতে সাংবাদিক তুহিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৫ মাজারুল ইসলাম। । “পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা চাই, সাংবাদিক সুরক্ষা আইন চাই” এই প্রতিপাদ্য ধারণ করে দেশজুড়ে সাংবাদিক নির্যাতন-হামলা ও সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে নির্মমভাবে হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তারপূর্বক ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশহিসেবে শনিবার (৯ আগস্ট) বেলা এগারোটায় বরিশালের গৌরনদীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের গৌরনদী উপজেলা শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা। বিএমএসএফ’র উপজেলা শাখার সভাপতি এসএম মিজানের সভাপতিত্বে ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জামিল মাহমুদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএমএসএফ’র সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক প্রেমানন্দ ঘরামী, দপ্তর সম্পাদক কেএম সোহেব জুয়েল, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সভাপতি মনীষ চন্দ্র বিশ্বাস, সহ-সভাপতি তারেক মাহমুদ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক রনি মোল্লা, সাংগঠনিক সম্পাদক আরিফিন রিয়াদ, কোষাধ্যক সৈয়দ মাজারুল ইসলাম রুবেল, নির্বাহী সদস্য বিনয় কৃষ্ণ শিয়ালী, সাংবাদিক সোলায়মান তুহিন, আতাউর রহমান চঞ্চল, পঙ্কজ কুন্ডু, সাকিব হোসেন প্রমুখ। বক্তারা বলেন, বিগত সময়ের মতো এখনও সাংবাদিকরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। যার প্রকৃত উদাহরণ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ড। এ ঘটনার আগেরদিন একই এলাকায় চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় পুলিশের সামনে বসে আনোয়ার হোসেন নামের এক সাংবাদিককে ইট দিয়ে পিটিয়ে থেতলে দেওয়া হয়েছে। বক্তারা উভয় ঘটনায় জড়িত সকলকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারপূর্বক বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবি ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জোর দাবি করেন। একইসাথে গণঅভ্যুত্থানের সময় নিহত সাংবাদিকদের পরিবারকে জুলাই যোদ্ধাদের ন্যায় রাষ্ট্রীয়ভাবে পূর্ণবাসনের দাবি করেন। SHARES সারা বাংলা বিষয়: