নাসিরনগরে নদীতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৫ আশিকুর রহমান চৌধুরী পনি ।। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নদীতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের পতইর গ্ৰামে এ ঘটনা ঘটে। মৃত রিফাত (৮) উপজেলা চাতলপাড় ইউনিয়নের পতইর গ্ৰামের শাহজাহান মিয়ার বড় ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২ টার দিকে মাদ্রাসা থেকে তার বাড়িতে ফেরার পথে হঠাৎ নদীতে পড়ে যায়, পরে স্থানীয়দের সহযোগিতায় দুই ঘন্টা পর তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছে না স্বজনরা, পরিবারের আহাজারিতে ভারি হয়ে উঠেছে চারপাশ। এছাড়াও উপজেলায় গত তিনদিনে পানিতে ডুবে দুই শিশু ও এক কিশোরের মৃত্যু হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: