৫১ লক্ষাধিক ভারতীয় মালামাল জব্দ করেছে ৫৫ বি জি বি

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৫
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরা চালান ও মাদকদ্রব্য পাচার রোধে কঠোর অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত চার দিনে ৭টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা, মদ, সিগারেট এবং বিভিন্ন প্রকার দামী শাড়ি সহ মোট ৫১ লক্ষ ৯৩ হাজার ২৫০ টাকা মূল্যের পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে যে, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে বড় ধরনের চোরাচালান সংঘটিত হতে পারে। এরই প্রেক্ষিতে গত ১০ আগস্ট ২০২৫ ভোরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বিজিবির একটি টহল দল কৌশলগত অবস্থান নেয়। এ সময় উক্ত এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে ৪০০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করে, যার সিজার মূল্য ১ লক্ষ ১০ হাজার টাকা।
এছাড়া, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন সাতছড়ি ও বাল্লা বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২২ কেজি ভারতীয় গাঁজা, ৪ বোতল মদ এবং বিপুল পরিমাণ দামী শাড়ি জব্দ করে, যার সিজার মূল্য ৪৯ লক্ষ ৪৩ হাজার টাকা।পাশাপাশি, মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ও মনতলা বিওপির টহল দল পৃথক অভিযানে ২৪.৫ কেজি ভারতীয় গাঁজা এবং ১৯ বোতল ভারতীয় মদ জব্দ করে, যার সিজার মূল্য ১ লক্ষ ১৪ হাজার ২৫০ টাকা।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপির টহল দলও চোরাচালানবিরোধী অভিযানে ৬ কেজি ভারতীয় গাঁজা ও ১টি বাই-সাইকেল আটক করে, যার সিজার মূল্য ২৬ হাজার টাকা।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “বিজিবি সীমান্তের নিরাপত্তা ও জনগণের আস্থার প্রতীক। আমাদের মূল লক্ষ্য সীমান্ত সুরক্ষার পাশাপাশি সমাজকে সর্বদা মাদকমুক্ত রাখা। চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবি সবসময় কঠোর অবস্থান গ্রহণ করে, যা দেশের যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা ও রাষ্ট্রীয় নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করে।”জব্দকৃত সকল পণ্য ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।
সারোয়ার নেওয়াজ শামীম।।