পাবনায় এডওয়ার্ড কলেজ শিবিরের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৫ আব্দুল্লাহ আল মামুন ।। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি এডওয়ার্ড কলেজ শাখার উদ্যোগে এক জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুর ৩টায় সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে পাঁচ শতাধিক জনশক্তির অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ শাখার সেক্রেটারি মামুন আল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে অর্থসহ তেলাওয়াত করেন হাফেজ সিফাত উল্লাহ। উদ্বোধনী বক্তব্য দেন ছাত্রশিবির সরকারি এডওয়ার্ড কলেজ শাখার সভাপতি আরিফ হোসেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা শহর শাখার সভাপতি গোলাম রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার নায়েবে আমীর ও জামায়াতে ইসলামী মনোনীত পাবনা-৫ আসনের এমপি প্রার্থী প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হুসাইন। বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার সভাপতি অধ্যাপক রেজাউল করিম এবং সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল। বক্তারা বলেন, শিক্ষিত, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বই পারে জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে। ছাত্রশিবির সেই নেতৃত্ব তৈরির কারিগর হিসেবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও অবিচল থাকবে। অন্যায়-অবিচার, দুর্নীতি ও অনৈতিকতার বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে। ইসলামী জীবনব্যবস্থার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের চূড়ান্ত লক্ষ্য। তারা আরও বলেন, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি, ব্যক্তিগত স্বার্থের জন্য নয়। শৃঙ্খলা, ত্যাগ, ভ্রাতৃত্ব ও ইমানি চেতনা নিয়ে দেশ ও জাতির কল্যাণে প্রতিটি কর্মীকে এগিয়ে আসতে হবে। আজকের ত্যাগ-সংগ্রাম আগামী প্রজন্মের জন্য হবে অনুকরণীয় দৃষ্টান্ত, যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির পাবনা শহর শাখার সেক্রেটারি এস এম হাবিবুল্লাহ, বায়তুলমাল সম্পাদক হাফেজ আঃ রশিদ, সরকারি এডওয়ার্ড কলেজ শাখার সাবেক সভাপতি মাহফুজুর রহমান, আতিকুর রহমান, হাসান মাহমুদ প্রমুখ। SHARES সারা বাংলা বিষয়: