আটঘরিয়ায় একদন্ত ইউনিয়ন জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৫

আব্দুল্লাহ আল মামুন।।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আটঘরিয়া উপজেলা জামায়াতের একদন্ত ইউনিয়নের সাধারণ সভা সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় ৮নং ওয়ার্ডের শিবপুর বাজার অফিসে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সুরা কর্মপরিষদ সদস্য ও একদন্ত ইউনিয়ন জামায়াতের তদারককারী মাওলানা শাহাদাত হোসেন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুল মজিদ। প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা সহ-সভাপতি ও উপজেলা জামায়াতের সাবেক আমীর হাফেজ মাওলানা আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর ও লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা নকিবুল্লাহ এবং একদন্ত ইউনিয়নের আমীর ও চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল মালেক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সিরাজুল ইসলাম, অফিস সম্পাদক মোঃ রুহুল আমিন, ৮নং ওয়ার্ড সভাপতি রাকিবুল ইসলাম ম্যাক্সিম, সেক্রেটারি মোঃ আব্দুল আহাদ, মোঃ রওশন আলম, মিলনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।