পাঁচবিবির বালিঘাটা ইউনিয়নে জামায়াতে ইসলামী’র উদ্যোগে নির্বাচনী সূধী সমাবেশ অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৫
মোঃ আবু সুফিয়ান মুক্তার ।।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বাদ আছর বীরনগর এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার হলরুমে এই সমাবেশের আয়োজন করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক অধিকার চর্চায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই আয়োজন।
সমাবেশে সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি মোঃ আহম্মদ আলী।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচবিবি উপজেলা শাখার সেক্রেটারি ও আসন্ন জাতীয় নির্বাচনের পাঁচবিবি উপজেলা কমিটির পরিচালক মোঃ আবু সুফিয়ান মুক্তার। তিনি বলেন, গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ হলো নির্বাচন। এ নির্বাচনে জনগণের ভোটাধিকার সুরক্ষা ও সঠিক নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে দেশকে উন্নয়ন ও সুবিচারের পথে এগিয়ে নিতে হবে। আমাদের সাংগঠনিক প্রস্তুতি চলমান রয়েছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা সৃষ্টি করাই এখন আমাদের মূল লক্ষ্য।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিঘাটা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ খায়রুজ্জামান চৌধুরী ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ নূর বক্স মন্ডল।
তারা বলেন,ভোট শুধু অধিকার নয়, এটি একটি দায়িত্ব। পরিবর্তন আনতে হলে জনগণকে সচেতনভাবে অংশগ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মাসুদুর রহমান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ আরিফুল ইসলাম রাজুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুধীজন ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশটি এক উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।