রাণীনগরে যুব দিবস ২০২৫ উদযাপন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৫ আবু সাইদ ।। নওগাঁর রাণীনগর উপজেলায় আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। ১২ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী সমৃদ্ধির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে যুব দিবস উপলক্ষে র্যালি বের করা হয়। র্যালিতে অংশ নেন পিএফজি, ডাসকোসহ উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্লোগানে স্লোগানে মুখরিত হয় উপজেলা পরিষদ চত্বর। পরে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান, রাণীনগর থানার অফিসার ইনচার্জ হাফিজ মোঃ রায়হান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নওশাদ হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, মৌসুমী সমৃদ্ধির রাণীনগর উপজেলা সমন্বয়কারী শাহীন আহমেদ প্রমুখ। র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নওশাদ হাসান, রাণীনগর থানার অফিসার ইনচার্জ হাফিজ মোঃ রায়হান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ ও মৌসুমী সমৃদ্ধির উপজেলা সমন্বয়কারী শাহীন আহমেদ। বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুব সমাজের অবদান অপরিসীম। যুবদের প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরি, মাদকদ্রব্যের কুফল, বাল্যবিবাহ রোধ, যৌতুক প্রতিরোধসহ নানা সামাজিক সমস্যা মোকাবিলায় যুবদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি প্রযুক্তিগত ও কারিগরি শিক্ষায় যুবদের দক্ষ করে তুলতে হবে, যাতে তারা নিজের কর্মসংস্থান সৃষ্টি করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে চলমান প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয় SHARES সারা বাংলা বিষয়: