আমতলীতে জাতীয় ও যুব আন্তর্জাতিক দিবস অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৫ ফরিদ হোসেন খিজির।। সারাদেশের ন্যায় বরগুনার আমতলীতেও জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ এর আলোচনা সভা ও প্রশিক্ষণ সনদ ও যুব ঋণের চেক বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় আমতলী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। এ সভা আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ সভায় পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও গীতা পাঠের শেষে শপথ বাক্যপাঠে বলা হয়েছে,”আমি দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, দেশের প্রতি অনুগত থাকবো। জুলাই গণঅভ্যুত্থানে অর্জিত বাংলাদেশের সার্বিক কল্যাণের জন্য নিয়োজিত থাকবো। যুবসমাজের পক্ষে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করবো। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হবো। দেশকে ভালোবাসবো। দেশের মানুষের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখবো। দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবো। অন্যায় ও দুর্নীতি করবো না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেবো না। মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন যেন বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি।” এ দিবসটি উপলক্ষে আমতলীতে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ বিতরণ, সফল আত্মকর্মী ও সফল যুব সংগঠকদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে। এতে যুব ঋণের চেক বিতরণ করেন,তমা রানী এক লক্ষ টাকা, মোঃ সুমন ৮০ হাজার টাকা,তামান্না বেগম এক লক্ষ টাকা, আবু সালে এক লক্ষ টাকা,সিরিনা বেগম ৮০ হাজার টাকা,মরিয়ম এক লক্ষ টাকা, পলাশ এক লক্ষ টাকা, মোট ৬ লক্ষ ৬০ হাজার টাকা ঋণের চেক বিতরণ করা হয়েছে। এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন,আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো: রোকনুজ্জামান খান,এতে উপস্থিত ছিলেন, আমতলী সহকারী কমিশনার( ভুমি) মো : তারেক হাসান,আমতলী পৌর বিএনপি’র সদস্য সচিব মো: জালাল আহমেদ খান, যুবক – যুবতি, শিক্ষক,ছাত্র- ছাত্রী, দৈনিক জনকন্ঠের সাংবাদিক হোসাইন আলি কাজি,সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো: জয়নুল আবেদীন, চ্যানেল আমতলীর পরিচালক মো: সাইফুল্লাহ্ নাসির,আমতলী সাংবাদিক ক্লাবের সভাপতি এসএম সুমন রশিদ,অনলাইন প্রেসক্লাব সভাপতি মো: দেলেয়ার হোসেন,আমতলী প্রেস ফোরামের সভাপতি,সাওন খান, চ্যানেল আমতলীর বার্তা প্রধান কামরুল হাসান সায়মনসহ প্রমুখ। এ সভায় বক্তব্য দেন,এ্যাডভোকেট আওলাদ হোসেন, মো: ইকবাল তালুকদার,সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মিলন চন্দ্র শীল,আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রোকনুজ্জামান খান,সহকারী কমিশনার ভূমি আমতলী মো: তারেক হাসান। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ, বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। সভায় বক্তারা বলেন, তারুণ্যের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ, সংগঠন ভিত্তিক স্বেচ্ছা ও সেবামূলক কাজে যুবদের সম্পৃক্ত করতে হবে। এ অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন,মধ্য টেপুরা জনতা ক্লাব,শহীদ দুলাল স্মৃতি সংসদ,আলোর বিদ্যানিকেতন যুব ফাউন্ডেশন,উদয়ন যুব সংঘ ও পাঠাগার। SHARES সারা বাংলা বিষয়: