শ্যামনগরে অবৈধ পাইপ উচ্ছেদে পানি উন্নয়ন বোর্ডের অভিযান

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৫
 বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সাতক্ষীরা কর্তৃক শ্যামনগর উপজেলার আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে বেড়িবাঁধের মধ্য দিয়ে স্থাপিত অবৈধ পাইপ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার(১২আগস্ট) সকালে এ অভিযান পরিচালনা করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।এ সময় উপস্থিত ছিলেন উপবিভাগীয় প্রকৌশলী মোহাঃ ইমরান সরদার, উপ সহকারী প্রকৌশলী ফরিদুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্যগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বেড়িবাঁধের ভেতর দিয়ে পানি প্রবাহের জন্য স্থাপিত একাধিক অবৈধ পাইপ অপসারণ করা হয়। পানি উন্নয়ন বোর্ড জানায়, এসব পাইপ বেড়িবাঁধের স্থায়িত্ব ও সুরক্ষার জন্য হুমকি স্বরূপ এবং ভাঙনের ঝুঁকি বাড়ায়।এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী ফরিদুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান সরকার বেড়িবাঁধ এর সমস্ত অবৈধ পাইপ অপসারণের উদ্যোগ গ্রহণ করেছেন এরই আলোকে নিয়মিতভাবে সাতক্ষীরা জেলায় উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে। উপবিভাগীয় প্রকৌশলী ইমরান সরদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, পানি সম্পদ উপদেষ্টার পানি সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রশাসনের সহযোগিতায় নিয়মিত এর অংশ হিসেবে আজ মঙ্গলবার বেড়িবাঁধে বসানো পাইপ অপসারণ করা হয়েছে।এ বিষয়ে তিনি আরো বলেন স্থানীয় জনপ্রতিনিধি সহ সকলের সহযোগিতা পাইপ উচ্ছেদ অভিযান সফল হয়েছে। এবং এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
মোঃ আরিফুজ্জামান আরিফ ।।