বেলকুচিতে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে পালিত হলো জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৫ মনিরুল ইসলাম ।। সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা চত্বরে ১২ই আগষ্ট সকাল ১০ঃ০০ ঘটিকার সময় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ ইং পালিত হয়েছে। অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় ও আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে পালিত হয়। উক্ত অনুষ্ঠানটি নিয়ে বের হয়ে উপজেলা যুব উন্নয়ন চত্বর হতে প্রদক্ষিন করে নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে হল রুমে গিয়ে বসে আলোচনা সভা শুরু হয় কোরআন তেলাওয়াত গীতা পাঠের মধ্য দিয়ে। এবং সকলের উপস্থিতিতে দেশের সেবা ও উন্নয়নের লক্ষ্যে শপথ বাক্য করা হয়, এবং বেকার যুবদের নিয়ে উন্নয়নমুলক বক্তব্য উপস্থাপন করা হয়, গত ২৪-২৫ অর্থ বছরে ২২ জন প্রশিক্ষনার্থীদের মাঝে ২০,২০,০০০/- লক্ষ টাকার চেক প্রদান করা হয়, সেই সাথে ৩০ জন প্রশীক্ষানার্থী কে সার্টিফিকেট প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার জনাবা আফরিন জাহান। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। জনাব নাজমুল হক উপজেলা প্রাণী সম্পদ অফিসার,মোঃ সাব্বিরুল ইসলাম কৃষি সম্প্রসারণ অফিসার, আল মাসুদ মৎস্য অফিসার,দেবাশীষ কুমার ঘোষ সমাজ সেবা অফিসার,মোঃ রানা ইসলাম, উপজেলা সমবায় অফিসার, রেজাউল করিম সাধারণ সম্পাদক বেলকুচি প্রেস ক্লাব, আশিকুর রহমান জুয়েল সাধারণ সম্পাদক ও সাংবাদিক মনিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ প্রেস ক্লাব, সহ সকল অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। SHARES সারা বাংলা বিষয়: