ভাওয়ালগড় ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৫
কামাল হোসেন।।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, গাজীপুর সদর উপজেলা শাখার আওতাধীন ভাওয়ালগড় ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ঘোষিত এ কমিটিতে মোট ৩৫ জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিবসহ গুরুত্বপূর্ণ পদে ২৫ জনের নাম ঘোষণা করা হয়েছে। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: রুবেল মাহমুদ, সদস্য সচিব হিসেবে মো: রেজাউল করিম রুমান। এছাড়া আরও ১০ জনকে যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত সদস্য, যারা স্থানীয়ভাবে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন।
গঠনতন্ত্র অনুযায়ী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটি অনুমোদন করেন গাজীপুর সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মো: আমিনুল ইসলাম এবং সদস্য সচিব মো: বিপ্লব হোসেন ।
পদপ্রাপ্তরা জানান, ভাওয়ালগড় ইউনিয়নে সংগঠনকে আরও গতিশীল করা এবং স্থানীয় জনগণের কল্যাণে কাজ করাই হবে তাঁদের প্রধান লক্ষ্য।