ভাঙ্গায় আগুনে পুড়ে গেছে শেষ সম্বল বাড়ি দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৫ মোঃরিপন শেখ। । ফরিদপুরের ভাঙ্গায় জমির সেখ (৪০) নামক এক গরিব অসহায় পরিবারের বসতঘরসহ, গবাদি পশু স্বর্ণের অলংকার এবং নগদ টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মশার কয়েল থেকে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার দিবাগত রাতে সাড়ে ১২ টার দিকে ভাংগা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া ১নং ওয়ার্ডের মধ্যপাড়া গ্রামের মৃত শেখ সাহেব আলী ছেলে জমির শেখ এর বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আগুন আগুন চিৎকারের শব্দ শুনে আমরা সবাই দৌড়ে জমিরের বাড়ি আসি। সবাই মিলে আগুন নিভানোর চেষ্টা করি। কিন্তু গরিব অসহায় পরিবারের কিছুই রক্ষা করতে পারিনি।তার আগেই আগুনের বসতবাড়ি ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। জমির শেখ জানান,আমার ঘরের ভিতরে থাকা দুইটি ছাগল ও নগদ ৫০০০ হাজার টাকা,৩টি স্বর্ণ নাকফুল ও রুপা ৩ ভরি আর কিছু ফসল সহ মূল্যবান সামগ্রী ঘরে থাকা সব গুলো পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি পুরোপুরি নিঃস্ব। আমার ছেলে মেয়ে নিয়ে খোলা আকাশের নিচে পরিবারটি নিয়ে বসবাস করছি। আমার এখন কি হবে? SHARES সারা বাংলা বিষয়: