বকশীগঞ্জ শিক্ষার্থীকে ইভটিজিং করায় রিকশাচালক গ্রেফতার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২৪

মোঃ শান্তর রহমান।জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অষ্টম শ্রেণি এক শিক্ষার্থীকে ইভটিজিং করার অপরাধে সোবহান মিয়া ‌(৩৫) নামের রিক্সা চালককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলায় কামারপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কিতো সোবহান মিয়া উপজেলার উত্তর কামালপুর্টি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে ভোক্তা ভোগী শিক্ষার্থী সকালে তার বান্ধবীকে নিয়ে কামারপট্টি এলাকায় এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাচ্ছিল। এ সময় সোবহান মিয়া সেই শিক্ষার্থীকে নানা অশ্লীল কথা বলে উত্তপ্ত করে। একপর্যায়ে শিক্ষার্থীর সঙ্গে ধস্তাধস্তি শুরু করে এবং গায়ে হাত দেয়।

পরে মেয়েটিকে উদ্ধার করে এবং সোবাহানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা। বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন এ ঘটনার ভুক্তভোগীর পরিবার পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে, এর আগেও গ্রেফতার প্রীত ব্যক্তির নারীদের সঙ্গে এমন আচরণ করতো বলে অভিযোগ এসেছে।