ভাঙ্গায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আলোচনাসভা,শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরনের  মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। আজ দুপুরে উপজেলা  প্রশাসন ও মৎস্য অধিপ্তরের আয়োজনে শোভাযাত্রা শেষে আলোচনাসভায় মৎস্যজীবিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে সমাজসেবা কর্মকর্তা মমিনুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভুমি মেশকাতুল জান্নাত রাবেয়া,  কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল- মামুন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া সহ সংশ্লিষ্ট কর্মকর্তা,মৎস্য জীবি,সাংবাদিক বৃন্দ। পরে সফল মৎস্য জীবিদের মাঝে পুরস্কার বিতরণ এবং  জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।

মোঃরিপন শেখ।।