পাঁচবিবিতে ৯ হাজার ৫০০ কেজি মেয়াদোত্তীর্ণ সার জব্দ, পলাতক গুদাম মালিক দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৫ আল আমিন।। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গোপনে পাচারের সময় মেয়াদোত্তীর্ণ ৯ হাজার ৫০০ কেজি ডিএপি সার জব্দ করেছে কৃষি বিভাগ ও পুলিশ। সোমবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার তিনমাথা এলাকায় ‘সবুজ কৃষি ভাণ্ডার’ নামে একটি গুদামে এ অভিযান চালানো হয়। পুলিশ ও কৃষি অফিস সূত্রে জানা গেছে, গুদামের মালিক বিষ্ণু পদ দাস নওগাঁর ধামইরহাট উপজেলার নানাইচ বাজারে একটি দোকানে এসব সার সরবরাহের চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খাসবাগুড়ি জিয়ার মোড় এলাকায় একটি ভ্যান থেকে ১২০ বস্তা সার জব্দ করা হয়। পরে ওই গুদামে অভিযান চালিয়ে আরও ৭০ বস্তা সার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া প্রতিটি বস্তায় ৫০ কেজি করে সার ছিল। উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, “২০২২ সালে প্যাকেজিং করা এসব সার মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এগুলো অবৈধভাবে মজুত করে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করা হচ্ছিল। জব্দ করা সব সার থানায় জমা দেওয়া হয়েছে।” পাঁচবিবি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দীন বলেন, “জব্দকৃত সার থানায় রাখা হয়েছে। তবে অভিযুক্ত মালিককে এখনও পাওয়া যায়নি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।” SHARES সারা বাংলা বিষয়: