জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হলেন ড. রফিকুল ইসলাম হিলালী

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৫
নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সদস্য সচিব ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী ড. রফিকুল ইসলাম হিলালী ।
উক্ত মতবিনিময় সভায় আগামী ৩০ আগস্ট আসন্ন জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেন তিনি ।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় কেন্দুয়া প্রেসক্লাবের আয়োজনে কেন্দুয়া প্রেসক্লাব কার্যালয়ে আনুষ্ঠানিক প্রচারণার অংশ হিসেবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে  ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, আগামী ৩০ আগস্ট জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আপনাদের  সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি । আমি বিগত চার দশক ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির আদর্শে উজ্জীবীত হয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় বিএনপির রাজনীতির সাথে জড়িত আছি । গত ১৫ বছরে ৫৬টি রাজনৈতিক মামলার আসামী হয়ে গ্রেফতার, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি । সাধারণ সম্পাদক নির্বাচিত হলে দলকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাবো আমি ।
কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় সাংবাদিকদের মধ্যে প্রশ্ন উত্তাপনের  মাধ্যমে কথা বলেন, কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কামাল, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ দিল বাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাখাল বিশ্বাস, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম প্রমুখ ।
এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ।
প্রসঙ্গত জেলায় মোট ১৫১৫ জন কাউন্সিলর এবং মোট ১৫টি ইউনিটের প্রতিটি ইউনিটে ১০১ জন কাউন্সিলর রয়েছে বলে জানা গেছে ।
কোহিনূর আলম।।