সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে সরকারি বরাদ্দের ৩৫ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৫ এইচ এম হক চৌহালী।। সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে সরকারি বরাদ্দের ৩৫ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার রাতের অভিযানে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় নৌকা ঘাট থেকে ভর্তুকি মূল্যের এসব চাল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মোস্তাফিজুর রহমান জানান, কিছু অসাধু ব্যক্তি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে বরাদ্দকৃত চাল কিনে অবৈধভাবে গুদামে মজুদ করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়। তিনি আরও জানান, উদ্ধারকৃত চাল স্থানীয় ইউপি সদস্য মো. পরান বেপারীর জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় এনায়েতপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশে উন্মুক্ত নিলামে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।অভিযানে এনায়েতপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন। স্থানীয়দের অভিযোগ, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের অবৈধ বেচাকেনার সঙ্গেই এই চাল জড়িত। তাদের দাবি, নৌকা মালিক ও সংশ্লিষ্টদের গ্রেফতার করা গেলে প্রকৃত ঘটনা স্পষ্ট হবে। SHARES সারা বাংলা বিষয়: